ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ফেনীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতির মানববন্ধন
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:১৫ পিএম  (ভিজিটর : ১৭৬)
ফেনীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৩ মার্চ রবিবার  সকালে ফেনী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ পরিচালক এর কার্যালয় সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়।

জেলা প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতির সভাপতি রাজীব পালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো: রেদোয়ান ও রফিকুল ইসলাম ও স্বপন চন্দ্র পাল। এ সময় জেলায় কর্মরত প্রায় অর্ধশত এ আই টেকনিশিয়ান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন মাত্র ২ হাজার টাকা মাসিক ভাতার বিনিময়ে প্রত্যান্ত গ্রাম গঞ্জে মাঠ পর্যায়ে বাস্তবতা ও চাহিদার কথা বিবেচনা না করে ৬ টির অধিক বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দেয়া হয়েছে। যার ফলশ্রুতিতে আমাদের চরম অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যে ২ হাজার টাকা ভাতা দেওয়া হতো তাও আজ  প্রায় ৯ মাস বন্ধ রয়েছে। এমতাবস্থায় ৭ দফা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন ডাক দেয়া হয়। দাবী গুলো হচ্ছে এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মানজনক ভাতা/দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত করতে হবে। একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া (নিজ খরচ, যথাযথ প্রক্রিয়া বিহীন প্রশিক্ষণ) বাতিল করতে হবে। এতগুলো বেসরকারী কোম্পানীকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা অযৌক্তিক। টার্গেট পূরনের বাধ্যবাধকতা শিথিল করতে দাবী জানাচ্ছি। 
এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারী সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণীসম্পদ অফিস, জেলা প্রাণীসম্পদ অফিস ও জেলা ডিডি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে।বেসরকারী এআই কর্মীদের উপজেলা প্রাণীসম্পদ অফিসে মাসিক রির্পোট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারী করতে হবে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষন অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ (এআই) পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করতে হবে। জেলা কমিটির সভাপতি রাজীব পাল বনেন ১২ জানুয়ারি ২৫ সালে এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে ৭ দফ দাবীতে লিখিত আবেদন ও কর্মবিরতি প্রসঙ্গে পত্র দেয়া হয়েছে। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]