প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৪:৪৫ পিএম (ভিজিটর : ২৪১)
গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুরের সালথার ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার (২১ মার্চ) জুম’আ নামাজের পর উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদ মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।
আমাদের সরকারকে জানাব শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে বিষয়টি তুলে ধরেন।
এসময় দরগা গট্টি মাজার শরীফের ইমাম মাওলানা মো. মিজানুর রহমান, গট্টি জামে মসজিদের ইমাম মাওলানা উবাইদুর, বাগাট জামে মসজিদোর ইমাম মাওলানা মো. সোহাগ, ছাত্রনেতা মোঃ শাহিন খাঁ, মোঃ বাহাউদ্দীন খন্দকারসহ কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।