ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বেবিচকের কিছু কর্মচারীর বিক্ষোভ: স্বার্থ রক্ষার আন্দোলন নাকি দুর্নীতির ঢাল?
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:৫৪ পিএম আপডেট: ১৯.০৩.২০২৫ ৯:০৮ পিএম  (ভিজিটর : ৩৭৭)
 
গত ১৭ মার্চ ২০২৫ তারিখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর প্রধান কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে একদল কর্মচারী বিক্ষোভ সমাবেশ করে এবং মহাসড়ক অবরোধ করে। এই বিক্ষোভের ফলে বিমানবন্দরে যানজট সৃষ্টি হয়, সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হয়, এবং অনেক বিদেশগামী যাত্রী সময়মতো ফ্লাইট ধরতে ব্যর্থ হন। 

তবে বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি, স্বর্ণ চোরাচালান ও মানব পাচার চক্রের স্বার্থ রক্ষার চেষ্টা। উল্লেখ্য, ৫ আগস্ট সৈরাচার সরকার পতনের পর এপিবিএন বিমানবন্দর ছেড়ে চলে গেলে, তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন এবং বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা পুনরুদ্ধার করেন। 

এতে চরম অসন্তুষ্ট হয় কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা, যারা চোরাচালান, ঘুষ, লাগেজ কাটা এবং অবৈধভাবে টার্মিনালে প্রবেশের মতো অনিয়মের সঙ্গে জড়িত ছিল এবং তাদের অবৈধ আয়ের পথ সংকুচিত হয়ে যায়।

এদিকে, সাধারণ যাত্রীরা বিমানবন্দরের বর্তমান পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, যাত্রীসেবা বহুলাংশে উন্নত হয়েছে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত হওয়ায় বিমানবন্দরের কার্যক্রম আরও স্বচ্ছ ও নিরাপদ হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যাত্রীসেবা উন্নত করতে কাজ করছে।

তবে, এই সফলতাকে অম্লান করতে কিছু অসাধু কর্মচারী গত ১৭ মার্চ স্বার্থ রক্ষার নামে আন্দোলন করেছে। সাধারণ মানুষ ও যাত্রীদের এখন একটাই প্রশ্ন—আবার কি বিমানবন্দরে লাগেজ কাটা, ঘুষ বাণিজ্য ও অনিয়মের দিন ফিরে আসবে? নাকি বর্তমান সুশৃঙ্খল ব্যবস্থাই টিকে থাকবে?







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]