ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে : তারেক রহমান
ভোরের ডাক রিপোর্ট :
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:৪৯ পিএম  (ভিজিটর : ১০৩)

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির আয়োজনে রাজনৈতিকদের দলের সম্মানে ইফতার মাহফিলে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মেরামতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারন করেছে। নির্বাচনে বিএনপি জনগনের রায়ে সরকার গঠনের দায়িত্ব পেলে গনতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে।

তিনি বলেন, এখানে যারা একসঙ্গে ইফতারে বসেছি, সবার চিন্তা এক নয়, ভিন্ন মত রয়েছে, ভিন্ন রাজনৈতিক দর্শন থাকা স্বত্তে¡ও সবাই একসঙ্গে বসেছি, এটাই বাংলাদেশ। গত দেড় দশকে ফ্যাসিবাদী শসনব্যবস্থা আমাদের দেশের শিক্ষা, রাজনীতি, অর্থনীতি সবকিছুই ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। এসব মূল্যবোধ ধ্বংস করে দেয়া গেলে, তখনই সমাজব্যবস্থার অবক্ষয়, অমানবিক হয়ে উঠে। বর্তমান সময়ে অতীতের মত দেশে নারী ও শিশু নির্যাতন বেড়েছে।

অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষন তারেক রহমান বলেন, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রনে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে পুনরায় গনতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গনতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গনতন্ত্র, মানবাধিকার ও জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ অন্দেলন সংগ্রমের ধারাবাহিকতায় জুলই আগষ্টে বীর জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পলাতক মাফিয়াচক্রের পতনের পর ৭ মাস হয়ে গেল। এটা হয়তো বেশি সময় নয়, তবে  আগামী দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের কর্যক্রম, কর্মপরিকল্পনার রুপরেখা জনগনের সামনে স্পষ্ট ও সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ, সংশয়ের অবসান ঘটতো।

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের সঙ্কট যেন দীর্ঘায়িত না হয়, সেটি সর্বোচ্চ বিবেচনায় নিতে হবে। রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে ২ বছর আগে বিএনপি ৩১ দফ সংস্কারের প্রস্তাব দিলো। সংস্কার ৩১ দফাই চূড়ান্ত নয়, এখানে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না দেওয়ার কারণেই ফ্যাসিস্টদের চরমভাবে বিদায় হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]