ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কয়রায় বন কর্মকর্তার উপর হরিণ শিকারীদের হামলা
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:২৫ পিএম  (ভিজিটর : ৮২)

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত মোঃ ফারুকুল ইসলামের উপর হামলা চালিয়ে আহত করেছে হরিন শিকারীরা। হামলায় আহত বন কর্মকর্তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে ঐ বন কর্মকর্তা হামলার শিকার হন। তার সাথে থাকা বন কর্মী সাইফুল ইসলাম ও জিন্নাতকেও মারপিট করা হয়েছে। 

কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম জানায়, ঐ দিন সকালে কয়রা আদালতে যাওয়ার জন্য ফাঁড়ি হতে রওনা হন তিনি।  প্রতিমধ্যে মহেশ্বরীরপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে পৌছালে হরিন শিকার মামলার আসামী মহেম্বরীপুর গ্রামের কামরুল ইসলাম, আজগর হোসেন, জুয়েল সহ  আরও ১০/১৫ জন্ তাদের উপর অতর্কিত হামলা চালায়। 

এ ঘটনায় বেধড়ক মারপিট করায় তার সাথে থাকা বন কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপর ২ বন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এব্যাপারে বানিয়াখালী ফরেষ্ট ষ্টেশনের  স্টেশন কর্মকর্তা মামুন মাতুব্বর বলেন, হামলকারীরা সবাই চিহৃিত হরিন শিকারী।  এরা সবাই বন মামলার আসামী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে ।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন,  এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]