ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কালাইয়ে ভ্যান-কার সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত-২
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা:
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫:৫৮ পিএম  (ভিজিটর : ১৬৮)

জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় ওই ভ্যানের দুই  যাত্রী নিহত হয়। এছাড়াও ওই ভ্যানের চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। 

বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের উপজেলার বাঁশের ব্রিজ  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ।

নিহত দুইজন হলেন - কালাই উপজেলার  ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)। 

অপরদিকে আহত দুইজন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ  ও বুরাইল গ্রামের আশরাফ আলী। 

ওসি জাহিদ হোসেন জানান, ভ্যান  চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর  ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে  পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি  দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়।  

এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন । আহত হন ভ্যান চালকসহ  দুই যাত্রী। স্থানীয়রা আহতদের  উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালক কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]