বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের আওতাভুক্ত সেবামূলক লাভ জনক প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি । আরিচা ফেরী সার্ভিস ইউনিটিতে ব্যাপক অনিয়ম দুর্নিতির আভিযোগ উঠেছে। যাত্রী যানবাহন নির্বিঘ্নে পারাপারে নিমিত্বে সারা বছর বিভিন্ন কারনে দুর্ভোগের শিকার হতে হয়।
বিগত আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের দুর্নীতিবাজদের পতন হলেও তাদের দোসর প্রেতাত্বারা অতি উৎসায়ী হয়ে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নে বিশৃংঙ্খলা ও নৈরাজ্যের সৃষ্টির পায়তারা করছে। ইতো মধ্যে আরিচা ফেরী সার্ভিসের ইউনিটিতে ওয়ার্কার্স ইউনিয়নের মতো পোষ্টিং বদলী বানিজ্যের অভিযোগ সহ কেন্দ্রীয় বিএনপি নেতা শিমুল বিশ্বাসের নাম ভাঙ্গিয়ে কতিপয় নেতার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে। নৌবীমার পক্ষে থেকে এই ধরনের কর্ম কান্ডের অভিযোগ ফুসে উঠেছে।
তরা দুর্নীতিবাজ, জুলুম বাজদের বিরুদ্ধে মানববন্ধন করার হুসিয়ারী উচ্চারন করেন। অনৈতিকতার আশ্রয় প্রশ্রয়ে ক্ষমতার অপব্যবহার করে হুইল সুকানী মনির মতিউর রহমান ফেরীর ইনচার্জ মাষ্টার হিসেবে দায়িত্ব পালন করছে।
লস্কর বেলাল হোসেন ও বরকত ফেরীর সেকেন্ড মাস্টারের দায়িত্বে রয়েছেন। ফেরী সেক্টরের মেরিন, ইঞ্জিনিয়ারীং বানিজ্য বিভাগের দায়িত্বে কর্ম কর্তারা এ নৈরাজ্যে দুঃখ জনক ও অদুরদর্শীতা বলে অবিহিত করেন। এও জানা যায় যে, মেরিন ও ইঞ্জিনিয়ারিং বানিজ্য বিভাগে বেশি মোটা অংকের পোষ্টিং বানিজ্য হয়েছে। অফিস পাড়ায় কর্মকর্তারা ক্ষোভে ফুসে উঠেছে, তাদের ভিতর শংকার সৃষ্টি হয়েছে।
এদিকে আরিচা আঞ্চলিক শাখার এমপ্লয়ীজ ইউনিয়নের দীর্ঘ ১৫/১৬ বছরের পরীক্ষিত সাধারন সম্পাদক মোঃ বাদশা কে তড়িঘড়ি করে চোখের জলে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে দলীয় অসংবিধানিক ভাবে বিদায় নিতে হয়েছে। যা এর অঞ্চলের দলীয় ভিতকে সংকুচিত করে ভিতির সঞ্চার হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম রসুল রনি ও সভাপতি দিপু মাষ্টার এক যুক্ত বিবৃতিতে বলেন, মোঃ নেওয়াজ আহম্মেদ ও মোঃ আলাউদ্দিন বিপথগামী হয়ে দলীয় শৃংখলা একের পরে এক ভংগ করে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে নিরিহ টিসির বিভিন্ন লোকজনদের ভয়-ভিতি প্রদর্শন করছেন।
তারা আরো বলেন মোঃ নেওয়াজ আহম্মেদ আরিচা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ফয়েজ আহম্মেদের সাথে সবসময় দেখা যেত। দিপু মাষ্টার বলেন পাটুরিয়াকে পাবনা বলয়ের দুর্গ বানানোর চেষ্টা চলছে। পাটুরিয়াতে ১৯ শে রমজানের ইফতার মাহফিল পাবনার লোকদের নেতৃত্বের স্বরুপ বলে অভিমত পোষন করেন। আরিচার লোকদের নেতৃত্ব শুন্য করার পায়তার করছে মোঃ আলাউদ্দিন। আরিচার ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আইটির সুকানী মোঃ শামিম কে মোটা অংকের বিনিময়ে পাটুরিয়াতে ফরিদপুর ফেরিতে দেওয়া হয়েছে।
সৈয়দ গোলাম রাসুল রনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সভাপতি দিপু মাষ্টার বলেন- নিয়াজ ও আলাউদ্দিনের শ্রম অধিদপ্তরের কোন অনুমোদন কিংবা তারা নির্বাচিত কোন প্রতিনিধি নয়। এমপ্লয়ীজ ইউনিয়নের দিপু মাষ্টার বলেন আমরা আইনী প্রক্রিয়ায় এ ব্যপারে অতিদ্রুত সিদ্ধান্তে পৌছাবো বলে অভিমত পেশ করেন। আরিচা টিকিট কাউন্টারের তিনটি গ্রপ এর মধ্যে রেজাউল আলম দিলু ও সাইদুর রহমান হিটলুর সঙ্গে আলাউদ্দিনের আঞ্চলিক সক্ষতায় তাদের কর্মস্থলে অনুপস্থিত থাকতে দেখা যায়।
আরিচা-কাজির হাট নৌরুটের টিকিট কাউন্টারে শুধু হাত বদল হয়ে আতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ভূক্তভুগি ট্রাক ড্রাইভার তারেকুল রহমান বলেন, আমার ছোট গাড়ি রবিবার রাতে ২৫০০/- টাকা টিকিটের মূল্য রাখা হয়েছে। অতিরিক্ত টনের কথা বলে অনুরুপ প্রত্যেকের থেকে অরিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। চিত্রা, ধানসিড়ি, শাহআলী, হামিদুর চলাচল করলেও বেশ কয়েক দিন মেরামতে আছে- কৃষানী, আরিচা অঞ্চলের পাটুরিয়া প্রান্তের বহরে এবারের ঈদে যাত্রী যান বাহন পারাপার করতে ১৭টি ছোট, বড়, মাঝারী ফেরী প্রস্তুত রয়েছে বলে আরিচা অফিস সূত্রে জানা যায়।
তবে যতটুকু প্রয়োজন সব কয়টি ফেরী ট্রাফিকে দিতে (চলাচলের) উপযোগী করতে তা বেশ জোরে সোরে কাজ চলছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে বড় ট্রাকের টিকিটের মুল্য ২৩ টন পর্যন্ত নির্ধারিত ২১০০ টাকা, ছোট ট্রাক ১৫৫০ টাকা হারে ২০ টন পর্যন্ত পরবর্তী প্রতি টন ১২০ টাকা করে। পাটুরিয়াতে টিকিট কাউন্টারে দালাল কালোবাজারীদের উৎপাত অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। যানবাহন চালকরা প্রতারিত হচ্ছে বলে ভূক্তভোগী যানবাহন শ্রমিকরা জানান।
আরিচা আঞ্চলিক শাখা এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং: ১০৭৪ বিআইডব্লিউটিসি সভাপতি মোঃ নাজির আহমেদ জানান, গত ১৫/১৬ বছর দুর্দিনে হাতে গোনা কয়েক জন ছাড়া আর কারোর খোজ পাওয়া যায়নী। ৫ই আগষ্টের পর উৎসায়ী হয়ে উঠা হিটলু এতদিন কোথায় ছিল তাকে কোন মিছিল মিটিং রমজানের ইফতারীতে দেখি নাই। শিবালয়ে বিএনপিসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ জানান, আমরা হতভম্ভ হই! বিআইডব্লিউটিসি আওয়ামীলীগের সময়ের লোকরা এখন বেশী বি.এন.পি-বি.এন.পি করে উস্কানী মুলক আচরন করছে।
এটা আমরা প্রতিহত করবো। তারা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানীত সৎযোগ্য ন্যায় পরায়ন ব্যাক্তিদের আমরা এমপ্লয়ীজ ইউনিয়নের দেখতে চাই। বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন আরিচা শাখার বর্তমান ২৬২ জন সংগঠনের আদর্শের পতাকাতলে একীভূত হয়েছে বলে জানা যায়।