ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই : মোস্তফা জামাল হায়দার
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ৬:০৬ পিএম  (ভিজিটর : ৪৩৩)
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান  সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ  বিপুল অর্থের বিনিময়ে দেশকে পরিকল্পিত ভাবে অশান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। 

পাশাপাশি  সীমান্তের ওপার থেকে নানা ভাবে উস্কানী দেয়া হচ্ছে।  চক্রান্ত-ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। স্বার্থক ভাবে দেশের পরিস্থিতির উত্তরনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। সোমবার রাজধানীর  একটি হোটেলে জাতীয় যুব সংহতির উদ্যোগে  অনুষ্টিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ  কথা বলেন। 

আলোচনা সভায় মোস্তফা জামাল হায়দার আরো বলেন, আজ দেশে যে ভাবে ধর্ষণ, চাঁদাবাজি-ডাকাতি সহ নানা ধরণের অপকর্ম হচ্ছে তার  মধ্যে ২০শতাংশ স্বাভাবিক আর ৮০  শতাংশ হচ্ছে নীল নকশা ও কারসাজির অংশ হিসেবে। তাই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।  অবিলম্বে  সংক্ষিপ্ত তম সংস্কার সম্পন্ন  করে জাতীয় নির্বাচনের মধ্য  দিয়ে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এর কোনো বিকল্প নেই। 
তিনি বলেন, জুলাই-আগষ্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দেশের ছাত্র তরুনরা ঐক্যবদ্ধ ভাবে লড়্ইা করেছেন। কিন্তু এখনো সেই লড়াই শেষ হয়ে যায়নি। পরিপূর্ণ বিজয়ের জন্য আগামী দিনে ছাত্র ও তরুনদের এক সঙ্গে  ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম  করতে হবে। যদি কোনো কারণে  ছাত্র তরুন ও জনতার  ঐক্যে ফাঁটল ধরে তাহলে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে। ৫ আগষ্টের বিজয় নস্যাৎ হয়ে যেতে পারে। 

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি মো: রইচ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মো: নিজাম উদ্দিন সরকারের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি(জাফর) মহাসচিব  আহসান হাবিব লিংকন,  ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু,  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন, হোসনে আরা আহসান, ব্যারিস্টার মোস্তফা যোবায়ের হায়দার, যুগ্ন মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক  গোলাম মোস্তফা, যুব জাগপার  সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুবদলের দপ্তর সম্পাদক  নুরুল ইসলাম সোহেল,  এবি যুব পার্টির সদস্য সচিব আদিউজ্জামান খোকন, খেলাফত যুব মজলিশের সদস্য সচিব মো: জাহিদুজ্জামান, যুব অধিকার পরিষদের  সাধারণ সম্পাদক নাদিম হাসন,  ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক   মুফতি  আবু বকর সিদ্দিক,  জাতীয় যুব পরিষদের সভাপতি সামসুল আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ। এছাড়া ইফতারে উপস্থিত ছিলেন, যুব সংহতির কেন্দ্রীয় নেতা একে এম হক, মো: রুবেল খান, এডভোকেট তৈয়বুর সৈকত, আলী আকবর মজুমদার। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]