চট্টগ্রাম সাতকানিয়ায় ইফতারের দোকানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে ও মানসম্মত ইফতারের ক্রয়-বিক্রয় মনিটরিংয়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ২ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার দস্তিদার হাট ও মোটর স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযান চলা কালে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর,সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায, বাজার মনিটরিং ও ইফতার বিক্রয়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটর স্টেশন রোড এলাকায় বাজার মনিটরিং ও ইফতার বিক্রয়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ২টি ইফতার বিক্রয়ের দোকানে অপরিচ্ছন্ন অবস্থায় খাবার তৈরি ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন কে ২টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, মোবাইল কোর্ট পরিচালনাকালে সাতকানিয়া বিভিন্ন পয়েন্টে ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে কী না, সাজিয়ে রাখা খাবার যথাযথভাবে ঢেকে রাখা হয়েছে কী না, ফুটপাথ দখল করে ইফতারের দোকান বসানো হয়েছে কী না, স্বাস্থ্যসম্মত মোড়কে ও মানসম্মত প্রক্রিয়ায় খাবার বিক্রয় করা হচ্ছে কী না এসব বিষয় তদারকি করা হয়।
এসময় ২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ২ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য দোকানীদের যথাযথ নির্দেশ দেন কর্তব্যরত ভ্রাম্যমান আদালতের বিচারক ফারিস্তা করিম।