ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সাতকানিয়ায় ইফতারের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা:
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:০৯ পিএম  (ভিজিটর : ১১৮)

চট্টগ্রাম সাতকানিয়ায় ইফতারের দোকানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে ও মানসম্মত ইফতারের ক্রয়-বিক্রয় মনিটরিংয়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ২ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার দস্তিদার হাট ও মোটর স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। 

অভিযান চলা কালে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর,সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।  

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায, বাজার মনিটরিং ও ইফতার বিক্রয়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটর স্টেশন রোড এলাকায় বাজার মনিটরিং ও ইফতার বিক্রয়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় ২টি ইফতার বিক্রয়ের দোকানে অপরিচ্ছন্ন অবস্থায় খাবার তৈরি ও পরিবেশন  করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন কে ২টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

উল্লেখ্য, মোবাইল কোর্ট পরিচালনাকালে সাতকানিয়া বিভিন্ন পয়েন্টে ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে কী না, সাজিয়ে রাখা খাবার যথাযথভাবে ঢেকে রাখা হয়েছে কী না, ফুটপাথ দখল করে ইফতারের দোকান বসানো হয়েছে কী না, স্বাস্থ্যসম্মত মোড়কে ও মানসম্মত প্রক্রিয়ায় খাবার বিক্রয় করা হচ্ছে কী না এসব বিষয় তদারকি করা হয়।

এসময় ২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ২ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য দোকানীদের যথাযথ নির্দেশ দেন কর্তব্যরত ভ্রাম্যমান আদালতের বিচারক ফারিস্তা করিম। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]