প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪:৫৭ পিএম (ভিজিটর : ১২৪)
সিলেটের ওসমানীনগরে এক সময় প্রবাহমান বুড়ী নদী, রতনা নদী, কেওলী খাল, দাশপাড়া খালসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জলাধার এখন বিলুপ্তির পথে। দখল ও ভরাটের কারণে এসব নদী-খালের অস্তিত্ব প্রায় হারিয়ে যেতে বসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এসব নদী ও খাল কৃষকদের সেচ সুবিধা দিতো এবং বর্ষার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। কিন্তু এখন দখলদাররা নদী ও খাল ভরাট করে বসতবাড়ি, মার্কেটসহ নানা স্থাপনা গড়ে তুলেছে। এতে করে কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
বর্ষাকালে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নিম্নাঞ্চলসহ বসতবাড়ি ডুবে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্থানীয়রা জানান, দখলদারদের হাত থেকে নদী ও খাল রক্ষা করা না গেলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে দখল ও ভরাট বন্ধ করে নদী-খাল পুনরুদ্ধার করা যায়।