ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




দুবাইতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সামসুর রহমান সোহেল আরব আমিরাত থেকে
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:৩৮ পিএম  (ভিজিটর : ১৫২)
ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানোও তেমনি বরকতের। রাসুলুল্লাহ (সা.) বলেন, 'যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না।

পবিত্র রমজানের ফজিলতের আশায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটিআরব আমিরাতের উদ্যোগে ও মনপুরা রেস্টুরেন্ট'র সৌজন্যে বুধবার (১২ই মার্চ) আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমিক কর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সভাপতি ও এটিএন নিউজের আমিরাত প্রতিনিধি মো: সিরাজুল হক এর সভাপতিত্বে, চ্যানেল এস আমিরাত প্রতিনিধি এবং সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সোহেল (আরবি)'র সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন মনপুরা রেস্টুরেন্টের স্বত্তাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আমিরাত কমিউনিটি নেতা প্রকৌশলী মোঃ সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আমিরাতের উপদেষ্টা দীপ্ত টিভির আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, বাংলাদেশ প্রেস ক্লাব আরব আমিরাতের সভাপতি মামুনুর রশিদ, প্রবাসী সাংবাদিক সমিতি আমিরাত সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সহ সভাপতি এস এম ফয়েজুল্লাহ শহিদ ফয়সাল। 

এ সময় আরও  উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, যমুনা টেলিভিশনের আমিরাত প্রতিনিধি মেহেদী রুবেল, চ্যানেল ২৪ প্রতিনিধি ইশতিয়াক, দেশ টিভি প্রতিনিধি আশিক, আর টিভি প্রতিনিধি শাফায়েত, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ ফখরুদ্দিন মুন্না, আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ, সদস্য সাগর চন্দ্র স্বপন, মো: রেদোয়ান, এনটিভির ভিডিও জার্নালিস্ট মো: শামছুসহ স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিসহ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী দিনগুলোতে দূতাবাস, কনস্যুলেট এবং রিপোর্টার্স ইউনিটি সম্মিলিতভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। আগামী দিনগুলোতে দূতাবাস, কনস্যুলেট এবং রিপোর্টার্স ইউনিটি সম্মিলিতভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে দেশ বিদেশে সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা মাহবুবুর রহমান। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]