কমিউনিটির বিশিষ্ঠজনদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ফ্রান্সে মূলধারার গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)।
প্যারিসের অদূরে পন্তার স্হানীয় একটি রেষ্টুরেন্টে সিনিয়র সাংবাদিক দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ’র পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, স্তা পৌরসভার কাউন্সিলর ও ‘অফিওরা’ এর নির্বাহী পরিচালক কৌশিক রাব্বানী খান,
আইছা প্রো প্রফেশনাল সার্ভিস সভাপতি ওবায়দুল্লাহ কয়েস,সলিডারিতে আঁজি ফ্রঁস (সাফ)’র প্রেসিডেন্ট নয়ন এনকে,জাতীয়তাবাদী সেচ্চাসেবক দল ফ্রান্স শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী,বিসিএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন,সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ'র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদ, বিসিএফ এর সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল কবির,এইড পয়েন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ফয়সাল আহমেদ, দেশ সার্ভিসের পরিচালক শাহজাহান আহমেদ, আদাপ প্রফেশনাল সার্ভিস সভাপতি ওয়াদুদ তানভীর,এক্টিভিস্ট এডভোকেট মনোয়ার পাটোয়ারী, অনলাইন এক্টিভিস্ট আজিমুল হক খান, অনলাইন এক্টিভিস্ট খালেদ মাহমুদ, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, বাংলা ভিশন ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন,দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।
স্থানীয় সাংবাদিক,ব্যবসায়ী,বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্হিতিতে ইফতার মাহফিলটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আমাদের রাষ্ট্রের চারটি স্তম্ভের অন্যতম একটি হলো গণমাধ্যম। সাংবাদিকদের মূল কাজ হলো সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জাতিকে সঠিক পথের নির্দেশনা দেওয়া।একটি মানবিক ও মননশীল সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুস্থ ধারার কমিউনিটি বান্ধব সাংবাদিকতার বিকল্প নেই।
ইফতারের আগে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।