ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
ই-পেপার বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




আমতলী পুরাকাটা পায়রা নদীর ফেরির চালক বাবা, চালায় ছেলে
আমতলী (বরগুনা) সংবাদদাতা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:১৮ পিএম  (ভিজিটর : ১০৪)

আমতলী পায়রা নদী ফেরির চালক মোঃ ইউসুফ হোসেন দোলন কিন্তু তিনি তার অদক্ষ ছেলে মামুনকে দিয়ে ফেরি চালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ফেরিতে চলাচলকারী যানবাহন ও মানুষের ঝুকি রয়েছে। 

দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। আরো অভিযোগ রয়েছে চালক ইউসুফের ছেলে মামুন বাবার প্রভাব খাটিয়ে যাত্রী ও যানবাহনের চালকদের সাথে দুব্যবহার করছে।

জানাগেছে, ১৯৯১ সালে প্রমত্তা পায়রা নদীর আমতলী-পুরাকাটায় ফেরি চলাচল শুরু হয়। গত ৩৫ বছর ধরে ফেরি চলাচল করে আসছে। ২০০৪ সালে ফেরির চালক হিসেবে ইউসুফ হোসেন দোলন মাষ্টার রোলে যোগদান করেন। ওই সময় থেকেই বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি ফেরি চালিয়ে আসছেন। 

গত তিন বছর আগে তিনি ফেরি চালানো বন্ধ করে দেন। তার পরিবর্তে তার ছেলে মোঃ মামুন (১৯) চালক হিসেবে ফেরি চালিয়ে আসছেন। প্রমত্তা উত্তাল পায়রা নদী অদক্ষ চালক দিয়ে ফেরি চালানোর কারনে যানবাহন ও মানুষের বেশ ঝুঁকি রয়েছে। ভুক্তভোগী সোবাহান, মিরাজ ও সোলায়মানের অভিযোগ ফেরির মুল চালক ইউসুফ হোসেন দোলন কিন্তু তিনি ফেরি পরিচালনা করেন না। তার পরিবর্তে তার ছেলে ফেরি চালাচ্ছেন। 

এতে যানবাহন নিয়ে বেশ ঝুঁকিতে পারাপার হতে হয়। তারা আরো বলেন, অদক্ষ চালক দিয়ে ফেরি চালানোর কারনে অধিকাংশ সময় ঘাটে নোঙ্গরে সমস্যা হয়। দ্রুত এ অদক্ষ চালক দিয়ে ফেরি চালানো বন্ধের দাবী জানিয়েছেন তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক ফেরির স্টাফ বলেন, চালক ইউসুফের ছেলে মামুন ফেরি ভালো চালাতে পারেনা। ঘাটে নোঙ্গর করতে গিয়ে অনেক সময় ফেরি সমস্যা পড়তে হয়। বৃহৎস্পতিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, ড্রাইভার ইউসুফের ছেলে মামুন ফেরি চালাচ্ছেন। 

পায়রা নদীর ফেরি চালক মোঃ ইউসুফ হোসেন দোলন বলেন, জনবল কম থাকায় অফিসের নির্দেশে আমার ছেলেকে দিয়ে ফেরি চালানো হয়েছে। অফিস নিষেধ করতে বন্ধ করে দেয়া হবে।  

বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারশে বিশ্বাস বলেন, কোন মতেই অদক্ষ চালক দিয়ে ফেরি চালানো যাবে না। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]