ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
ই-পেপার বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ট্রলার সহ ৪ জেলে কারাগারে
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৫:৫২ পিএম  (ভিজিটর : ৮২)

সুন্দরবনে অভয়ারণ্যে এলাকায় মাছ শিকারের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

জানা গেছে বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর ৪ টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ  ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ মরজত নদীর বাওন এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

 আটককৃত জেলেরা হলেন মংলা উপজেলার জব্বার মল্লিক (২৯) বায়োজিদ ফকির(২৫) শাহাজাহান ডাকুয়া (৩০) ও কাঠালিয়া উপজেলার ফরিদ মিয়া (২৮)।

ভ্রমরখালী বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) মোঃ আঃ হাকিম যানান,  অভায়রণ্যে এলাকায় নিয়মিত ডিউটি করার সময় ভোরের আলো ফোঁটার আগেই মরজত নদীর বাওনে দূর থেকে একটি নৌকা আবছা আবছা দেখতে পাই, আমরা তাদের নিশান করে কাছে যাই, সেখানে পৌছে দেখি একটি ইন্জিন চালিত নৌকায় ৪জন মাছ ধরার জাল চেক করছে। 

এসময় তাদের পাশ পারমিট দরখতে চাইলে তারা সুন্দরবন পূর্ব রেঞ্জের অনুমতিপত্র দেখায়। সেখানে মাছ ধরার জন্য। নির্ধারিত স্থান উল্লেখ আছে।  পরে অভায়রণ্যে এলাকয় প্রবেশের দায়ে তাদের আটক করি।

 এ ব্যপারে জানতে চাইলে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, অভায়রন্যে এলাকায় মাছ ধরার কোন সুযোগ নাই। আটক ব্যক্তিতের বিরুদ্ধে  বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]