বাঁশখালীতে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার বাহারছড়া ইউপির ইলশা এলাকায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপুসহ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মেসার্স এমবিএম ব্রিকস ০১, মেসার্স এমবিএম ব্রিকস ০২ এবং মেসার্স খাজা আজমির ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
এব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় বাঁশখালীর বাহারছড়ায় তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।