ফেনীতে তেলের বোতলের মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম লেমুয়া বাজারে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের লেমুয়া বাজারে ভেজাল বিরোধী অভিযান চালায়।
এসময় মেসার্স আকবর স্টোর সয়াবিন তেল বোতলের মূল্য চেয়ে অধিক দামে বিক্রি করায় প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন বন্ধন পোল্ট্রি ফার্মে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ও রমজানে অল্প লাভে ভেজাল মুক্ত পন্য বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, পবিত্র রমজানে নিত্যপন্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বানির্জ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জেলা ব্যাপি বাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ সাধারণ মানুষকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফট বিতরণ করা হচ্ছে।