ময়মনসিংহের গৌরীপুরে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ সিদ্দিক (৫৭) নামে এক ব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ ২৫) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী বিশিউড়া বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত সিদ্দিক মিয়া গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা লোনাপাড়া গ্রামের মৃৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ দুপুর ১ঃ৩০ ঘটিকার সময় বাড়ির পাশে শিশুটি খেলছিল। প্রতিবেশি মোঃ সিদ্দিক মিয়া নতুন খেলা শেখানোর কথা বলে চার বছর বয়সী শিশু বাচ্চাটিকে লাউ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
এসময় শিশুটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে শিশুটির মা ও দাদী ঘটনাস্থলে ছুটে গেলে সিদ্দিক ঘটনা স্হল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসা শেষে শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে গত ৯ মার্চ শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে টাকা পয়সা দিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি পক্ষ সালিশ-দরবার করে বলে অভিযোগ উঠেছে।
অপরদিকে বুধবার শিশুটির বাবা বাদী হয়ে সিদ্দিক মিয়াকে (৫৭) আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৬। ওই দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিদ্দিক মিয়াকে গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী বিশিউড়া গ্রাম থেকে গ্রেফতার করে।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, শিশু ধর্ষণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুলিশের জাতীয় হটলাইনে জানানোর পর অভিযান চালিয়ে ধর্ষক সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মির্জা মার্জারুল আনোয়ার বলেন,সিদ্দিককে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ এন ও) এম সাজ্জাতুল হাসান বলেন ধর্ষণ,চুরি, ,ডাকাতি,সন্ত্রাস,মাদক এসব অপরাধে যারা জড়াবে তাদের কোন ছাড় দেওয়া হবে না।