চাটখিলে যুবদল নেতা গ্রেফতার
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২:২৮ পিএম (ভিজিটর : ৪৫)
চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন (৪৮) কে র্যাব-১১ গত বুধবার বিকেলে চাটখিল উপজেলা গেইটের সামনে থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বোরহান উদ্দিন খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের মাওলানা অলি উল্যার ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ মে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার মামনুর রশিদ খানকে গুলি করে হত্যা করা হয়। ১৯ মে মামুনুর রশিদের ভাই বাদী হয়ে বোরহান উদ্দিন সহ কয়েক জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় বোরহান উদ্দিনের যাবত জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে র্যাব-১১ এর সদস্যরা তাকে চাটখিল উপজেলা গেইটের সামনে থেকে গ্রেফতার করে চাটখিল থানা পুলিশে হস্তান্তর করে বলে জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু।
চাটখিল থানা পুলিশ গ্রেফতারকৃত বোরহান উদ্দিন কে বৃহস্পতিবার সকালে কারাগারে প্রেরণ করেছে।