ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




শমশেরনগরে দুঃস্থ মহিলার মাঝে যাকাত ভাতা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:৩৬ পিএম  (ভিজিটর : ৩০৫)

মৌলভীবাজারের কমলগঞ্জ শমশেরনগর ইসলামিক মিশনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষনার্থী ৫২ জন দুঃস্থ মহিলাদের মাঝে যাকাতের ভাতা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় যাকাত বোর্ড পরিচালিত ও শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে ইসলামিক মিশনের হলরুমে  ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩ ব্যাচের ৫২ জন প্রশিক্ষণার্থীর মাঝে এ যাকাতের ভাতা বিতরন করা হয়।

ইসলামিক মিশন শমশেরনগর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও মিশনের প্রোগ্রাম অফিসার মো.মুমিনুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাম্মনবাড়ীয়া বিজয় নগর ক্ষিরাতলা ইসলামীক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো.মোহেব্বুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক। এছাড়াও উপস্থিত ছিলেন মো.পাবেল চৌধুরী, আব্দুল বাছিত মধু, নাছির উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষনার্থী ৫২ জন দুঃস্থ মহিলাকে দুই হাজার টাকা করে যাকাতের ভাতা বিতরণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ যাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে এসব ভাতা বিতরণ করা হয়।

উল্লেখ্য, যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনে প্রতি অর্থ বছরে ৪ মাসে ২০ জন করে দুঃস্থ মহিলাদের ৩ ব্যাচে ৬০ জন মহিলাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনার্থীদের মাঝে দুই হাজার টাকা করে যাকাত ভাতা প্রদান করা হয়। প্রতি অর্থ বছরের ৩ ব্যাচের ৩ জন করে ৯ জনকে  সেলাই প্রশিক্ষন শেষে বিনা মূল্যে ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]