প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৩:৪১ পিএম (ভিজিটর : ২৬০)
টঙ্গীতে ৯ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল হয়েছে। মিছিলে স্লোগান ছিল 'একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর'।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮ টায় টঙ্গীর শিলমুন থেকে টিএনটি বাজার পর্যন্ত ছাত্র জনতার উদ্যোগে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবি করা হয়। এ সময় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচলের জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে র্যাবে এসে বিক্ষোভকারী ছাত্র জনতাকে দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে হায়রে না তো আনা হবে বলে আশ্বস্ত করে পরিস্থিতি শান্ত করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, গত ২৮ ফেব্রুয়ারী টঙ্গীর শিলমুন এলাকায় ৯ বছরের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিশু ধর্ষনের শিকার হয়। সোমবার এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি ধর্ষন মামলা হয়। মামলার আসামি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রুহুল আমিন (৩৫)। তিনি শিলমুন পশ্চিম পাড়া এলাকার মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
মামলা সুত্রে জানা যায়, একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টঙ্গীর শিলমুন এলকায় স্বপরিবারে বসবাস করতেন নির্যাতিতা শিশুর পিতা আবুল কালাম। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে তার প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা আবর্জনা পরিস্কারে কথা বলে কৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্ঠা করে সে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করে কালক্ষেপনে করে আসামি রুহুল আমিন। পরে ঘটনার দশ দিন পর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা আবুল কালাম।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম মশাল মিছিলের বিষয়টি নিশ্চিত করে, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।