ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
ই-পেপার বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মা আইসক্রিম খেয়ে ফেলায় পুলিশ ডাকল ৪ বছরের শিশু
নিউ ইয়র্ক থেকে কৌশলী ইমা
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২:৫৭ পিএম  (ভিজিটর : ১০৪)
যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের এক ৪ বছর বয়সী ছেলে এতটাই মন খারাপ করেছিল, যখন তার মা তার আইসক্রিম খেয়ে ফেলেন। সে পুলিশকে ফোন করে বসে। গত সপ্তাহে রাসিন কাউন্টিতে ৯১১ নম্বরে ফোন করে ছেলেটি পুলিশের কাছে অনুরোধ জানায় যেন তার মাকে গ্রেপ্তার করা হয়।

ছেলেটি ডিসপ্যাচারকে বলল 'আমার মা খারাপ আচরণ করছে'। ঠিক আছে, কী ঘটছে? ডিসপ্যাচার জানতে চাইলেন। ছেলেটি জবাব দিল 'এসে আমার মাকে নিয়ে যান'।
ঠিক তখনই তার মা ফোন হাতে নেন এবং ডিসপ্যাচারকে বলেন, 'এই ছোট্ট ছেলেটা ফোন হাতে নিয়ে ফেলেছে, ও মাত্র ৪ বছর বয়স'। এরপর তিনি ব্যাখ্যা করেন, 'আমরা ওকে ধরতে চেষ্টা করছিলাম কারণ ও বলছিল যে ও ৯১১-এ ফোন করবে'।

ছেলেটি তৎক্ষণাৎ বলে ওঠে না, আমি পুলিশকে ফোন করেছি, আর আমি শুধু বলেছি যেন এসে আমার মাকে নিয়ে যায়। 'আমি শুধু বলেছি যেন ওকে জেলে পাঠায়। তাই আমাকে বিরক্ত করো না'!

মা উত্তর দিলেন 'আমি ওর আইসক্রিম খেয়ে ফেলেছি, তাই বোধহয় ও ৯১১-এ ফোন করেছে'। পুলিশ সতর্কতা হিসেবে ছেলেটির বাড়িতে যায়, নিশ্চিত হতে যে সেখানে কোনো গুরুতর কিছু ঘটছে কি না। কিন্তু যখন অফিসাররা সেখানে পৌঁছায়, তখন ছেলেটি জানায় যে সে তার সিদ্ধান্ত বদলেছে, সে আর মাকে জেলে পাঠাতে চায় না, শুধু আইসক্রিম চাই।
পরদিন পুলিশ অফিসাররা একটি চমকপ্রদ উপহার নিয়ে ফিরে আসে ছেলেটির জন্য তারা আইসক্রিম নিয়ে আসে!





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]