ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
ই-পেপার বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ফ্যাসিবাদবিরোধী ও নির্বাচনমূখী দলগুলোকে সাথে নিয়ে কাজ করবে দলটি
রাজনৈতিক মিত্র বাড়াতে তৎপর বিএনপি
সোহাগ রাসিফ:
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১২:৪৫ পিএম  (ভিজিটর : ১৮৯)

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোটের সমীকরণ মেলাতে ও দলকে গোছাতে ব্যস্ত সময় পার করছে। দেড় যুগ ধরে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপি যুগপৎ আন্দোলন করে আসলেও ৫ আগষ্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদের চলার পথ অনেকটা বেকে গেছে। 

বিভিন্ন ইস্যু নিয়ে তাদের পাল্টাপাল্টি বক্তব্য, বাগবিতন্ডা যেন রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়াচ্ছে। একে অপরকে প্রতিপক্ষ হিসেবেই দেখেছে বিএনপি-জামায়াত। দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আদায়ে বৃহৎ দল হিসেবে একাই লড়তে হচ্ছে বিএনপিকে। রাজনৈতিক মিত্র বাড়াতে শরিক ও সমমনা দলগুলোর সাথে ঐক্য আরও বাড়াতে চায় দলটি। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ভোরের ডাককে বলেন, এক সময় জামায়াতের সঙ্গে আমাদের জোট ছিল। ফ্যাসিস্ট পতনের পর তারা-আমরা আলাদা, তাদের সাথে জোটের প্রশ্ন নেই। 

ফ্যাসিবাদ বিরোধী অন্য দলগুলোর সাথে আমাদের সুসম্পর্ক আছে। এ সম্পর্ক আরও বাড়াতে কাজ করছে দল। যারা নির্বাচনমূখী দল, তাদের সাথে নিয়ে কাজ করবে বিএনপি। নতুন গঠিত ছাত্রদের সাথে জোট করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব ভাবার এখনো সময় আছে। এ নিয়ে দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিবে।

২০ দলীয় জোট ভেঙে যাওয়ার পরও নির্বাচন আদায়ের আন্দোলনে মিত্রদের সাথে রাখছে বিএনপি। ডান-বাম ও ইসলামি দলগুলোর সঙ্গে মিত্রতা আরও বাড়াতে চায় তারা। ১১ দলীয় জাতীয়তাবাদী জোট, ১২ দলীয় জোট, ৬ দলীয় গণতন্ত্র মঞ্চ, এলডিপি, চার দলীয় গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (আন্দালিভ রহমান পার্থ), এনডিএম, লেবার পার্টিসহ নিবন্ধিত-অনিবন্ধিত অর্ধ-শতাধিক রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বিএনপির।

 নির্বাচনসহ নানা ইস্যুতে দলগুলোর সঙ্গে বৈঠকও করছে তারা। গণঅভ‚ত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি নামে নতুন দল গঠন করেছে। তারাও আছে বেশ আলোচনায়। এ দলকে কাছে টানতে চাইবে বিএনপি-জামায়াত উভয়ই। পাশাপাশি গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে তৎপর বিএনপি।

শেখ হাসিনার শাসনআমল থেকে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক সমীকরনে ইসলামী দলগুলো একটা ফ্যাক্টর। আগামী নির্বাচনে আওয়ামী লীগ মাঠে থাকবে কি না, এই সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় ইসলামী দলগুলো দেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর তাই এদের সাথে ঐক্য বাড়াতে তৎপর বড় দল গুলো। জামায়াতে ইসলামী ও ইসলামিক দলগুলোর ভালো বোঝাপড়া হলে ইসলামী মতাদর্শের ভোটগুলো একই বক্সে যাবে, বিএনপি-সহ বড় দলগুলোর যাত্রা ভঙ্গ হতে পারে। এই সম্ভাবনা আঁচ করেই ইসলামী দলগুলোকে কাছে টানতে চাইছে বিএনপি। 

নির্বাচনের দিন ক্ষণ চ‚ড়ান্ত না হলেও দলগুলো নিজেদের মধ্যে ঐক্যের চেষ্টা চালাচ্ছে। খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ একাধিক দলের সঙ্গে আলাদা-আলাদা সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। গত ২৮ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দল। ন্যূনতম সংস্কার শেষে দ্রæত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, ইসলামী শরিয়াহবিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়াসহ ১০ বিষয়ে একমত হয়েছেন বিএনপি ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

এর আগে ২২ জানুয়ারি খেলাফত মজলিসের আমির, মহাসচিবসহ ৯ সদস্যের প্রতিনিধি দল বিএনপির আমন্ত্রণে গুলশান কার্যালয়ে যায়। সেখানে বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দ্রুত নির্বাচনসহ সাত দাবিতে ঐকমত্য পোষণ করে দুই দল।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের কয়েকজন নেতা জানান, বিভিন্ন চমক নিয়েই এবারের নির্বাচনে বিএনপি অংশ নিবে। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রেখেই চলতে চায় বিএনপি। নির্বাচনে জোট গঠনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি তাদের। তবে নির্বাচনের চ‚ড়ান্ত দিন ক্ষন নির্ধারন হলে মিত্রদের নিয়ে জোট গঠন হতে পারে। ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করার কথা বলা হতে পারে। 

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপির সঙ্গে দেশ, মানবতা এবং রাজনীতির বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল, সেদিন বিএনপির মহাসচিব কিছু বিষয় উপস্থাপন করেছেন, সেটা আমাদের একই কথা। আমরা সেদিনের আলোচনায় অনেক বিষয়ে একমত হয়েছি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা আছে। বিএনপি দেশের এখন বড় রাজনৈতিক দল হলেও মিত্রদের সাথে সম্পর্ক ভালো রাখলে, ঐক্যমত থাকলে, আওয়ামীলীগ ফিরলেও বিএনপি অতিরিক্ত সুবিধা পাবে। দলগুলোর শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ এই আভাসই দিচ্ছে যে, তারা একটি নির্বাচনী ঐক্যের ক্ষেত্র প্রস্তুত করছেন। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]