সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬৭তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতাবিরোধী’ শাহ আজিজুর রহমানের নামে নামকরণ করায় প্রতিবাদ জানিয়েছে ইবি জাস্টিস ফর জুলাই। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির ইবি শাখার মুখ্য সচিব তাজমিন রহমান প্রেরিত সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, 'ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে স্বাধীনতা বিরোধী শাহ আজিজুর রহমানের নামে নামকরণের নিন্দা ও প্রতিবাদ জানাই। শাহ আজিজুর রহমান ছিলেন একাত্তরে পাকিস্তান ন্যাশনাল লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের আবদুল মোতালেব মালিকের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হন এবং রাজস্বমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক জাতিসংঘে প্রেরিত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন। তিনি জাতিসংঘে দৃঢ়ভাবে অস্বীকার করলেন যে, পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। শাহ আজিজুর রহমান জাতিসংঘে দেওয়া বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সাহায্য করার আহ্বান জানিয়ে বলেন, “পাকিস্তানি সৈন্যরা পূর্ব পাকিস্তানে হামলা চালিয়ে অন্যায় কিছু করেনি। স্বাধীনতা সংগ্রামের নামে সেখানে যা চলছে, তা হলো ভারতের মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উচিত সেটাকে পাকিস্তানের ঘরোয়া ব্যাপার হিসেবে গ্রহণ করা।” এছাড়াও তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরুদ্ধেও অবস্থান নিয়ে ছিলেন। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হলের নামকরণের ঘটনায় ক্ষুব্ধ জাস্টিস ফর জুলাই, ইসলামী বিশ্ববিদ্যালয়।' এসময় তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক নাহিদ হাসান জোয়ার্দার এবং সদস্য সচিব রেজোয়ান হোসেন বলেন, ‘একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর নামে আবাসিক হলের নামকরণ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এই সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিতর্কিত নামকরণ অবিলম্বে বাতিল করতে হবে এবং অনতিবিলম্বে স্বাধীনতা বিরোধী ব্যক্তির নামে নামকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। জুলাই বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে এই হলের নাম বিজয়'২৪ রাখা যায়।’
এর আগে, গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। এর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতাবিরোধী’ শাহ আজিজুর রহমানের নাম দেওয়া হয়েছে। এর পরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানা সমালোচনা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন এমন নামকরণের প্রতিবাদ জানায়।