প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম (ভিজিটর : ২৬৮)
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অমর একুশে বই মেলা আমাদের ঐতিহ্যের স্মারক। প্রতি বছর বইমেলা অনুষ্ঠানের মধ্যদিয়ে আমরা নতুন করে জেগে উঠি। ভাষা আন্দোলনের শহীদদের আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।
যারা ভাষা আন্দোলনে অবদান রেখেছেন তাদের কথা আমরা মনে করি। মাতৃভাষার প্রতি আমাদের টান নতুন করে অনুভব করি। তিনি বলেন, বহু বছর পর দলীয় প্রভাবমুক্ত ও উৎসবমুখর পরিবেশে আমরা মিলিত হচ্ছি।
আজ শুক্রবার একুশে বই মেলায় পুথিপ্রকাশের স্টলে কবি ও কথা সাহিত্যিক জমির উদ্দিন মিলনের চিন্তা থেকে জয়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় লেখক জমির উদ্দিন মিলন, পুথিপ্রকাশের পরিচালক সুজন বিশ্বাস, সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক আসাদুজ্জামান বলেন, এবারের বই মেলা ভিন্ন মাত্রা পাচ্ছে কারণ বিগত দিনে ফ্যাসিবাদের লক্ষ্য পুরণের জন্য বিশেষ ব্যক্তি ও শ্রেণিকেন্দ্রিক বই প্রকাশ করা হতো। এখন সেটি আর হচ্ছে না। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম এখন আর সেটি দেখতে চাইনা। তিনি বলেন, নতুন প্রজন্ম ভালোভাবে বাঁচতে চায়, তার একমাত্র উপায় বই পড়া। কারণ বই ছাড়া নিজেদের সমৃদ্ধ করা যায় না।