ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
ই-পেপার বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




রান বাংলাদেশ ম্যারাথনে চ্যাম্পিয়ন ইমরান-শাওলিন
ভোরের ডাক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০২ পিএম  (ভিজিটর : ৬৯)

রান বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথনে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইমরান হাসান। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন শাওলিন সিগমা। এ ম্যারাথন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) হাতিরঝিলে অনুষ্ঠিত হয় তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কিলোমিটার আন্তর্জাতিক ম্যারাথন। দেশ-বিদেশের প্রায় ২ হাজার ৫০০ দৌড়বিদ অংশ নেন এই ম্যারাথন প্রতিযোগিতায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ঢাকার ঐতিহ্য রক্ষার বার্তা দেওয়া ও সুস্থ জীবনের প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে এ ম্যারাথনের আয়োজন করে `রান বাংলাদেশ’।

ম্যারাথনে দুটি ইভেন্টে অংশ নেন দৌড়বিদরা। এতে ২৫ কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ন ইমরান হাসান সময় নেন ১ ঘন্টা ৩৩ মিনিট ২৯ সেকেন্ড। এই বিভাগে দ্বিতীয় তানিম আল জিসান, তৃতীয় হয়েছেন তাপস রঞ্জন ঘোষ।

মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন শাওলিন সিগমা সময় নেন ২ ঘন্টা ৩ মিনিট ৭ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন পারুল দাস, তৃতীয় রেবেকা সুলতানা ভূঁইয়া।

ম্যারাথনের অন্য ইভেন্ট ছিল ১০.৩ কিলোমিটার দৌড়। এতে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দ্বীপ তালুকদার। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হামিদা আক্তার জেবা।

এছাড়া ৩ কিলোমিটার কিডস রানে বালক বিভাগে অভি ইসলাম ও বালিকা বিভাগে সামিহা স্নেহা চ্যাম্পিয়ন হন।

দেশে খেলাধুলার উন্নয়নে কাজ করে যাওয়া রান বাংলাদেশ বেশ কিছুদিন যাবতই  আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার আয়োজন করে নতুন প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি সুস্থ জীবনযাত্রার প্রচার চালিয়ে আসছে।

পুরো আয়োজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত রান বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ বলেন , “আমরা আমাদের দ্বিতীয় আয়োজন নিয়ে অত্যন্ত  গর্বিত। দৌড়বিদদের উৎসাহ, জনগণের সমর্থন এবং স্পনসরদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। আমরা শুধু সুস্থ জীবনযাত্রাকে উৎসাহিত করছি না, বরং ঢাকার ঐতিহ্য রক্ষার বার্তাও দিচ্ছি। এই আয়োজনটি ভালোবাসা দিবসে অনুষ্ঠিত হওয়ায় এটি কেবল একটি প্রতিযোগিতাই ছিল না, বরং এটি ছিল একটি মিলনমেলা। ভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এখানে একত্রিত হয়েছিলেন দৌড়ের প্রতি ভালোবাসার টানে।”

এর আগের দিন অনুষ্ঠিত হয় রেস। যেখানে অংশগ্রহণকারীরা তাদের রেস কিট সংগ্রহ করেন এবং দেশের সেরা অ্যাডভেঞ্চার স্পোর্টসের অ্যাথলেটদের পুরস্কার দেওয়া হয়।

আয়োজনটি সফল করতে স্পনসর হিসেবে  গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন- টাইটেল স্পনসর তুরাগ অ্যাকটিভ, কো -স্পনসর ক্লেমন, সহযোগি পার্টনার প্রথম আলো, ইলেক্ট্রলাইট জুস পার্টনার তাকা ইলোকট্রোলাইট জুস, কফি পার্টনার আমা কফি, টি-পার্টনার কাজী অ্যান্ড কাজী টি, স্বাস্থ্য সেবা পার্টনার ইউনাইটেড হাসপাতাল, মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন, হসপিটালিটি পার্টনার বেজক্যাম্প, স্ট্র্যাটেজিক পার্টনার রোপ-৪, মিরপুর ফেন্সিং ক্লাব কমিউনিটি, এনগেজমেন্ট পার্টনার ভ্রমণকন্যা, ম্যাগাজিন পার্টনার আইস টুডে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]