ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
ই-পেপার শনিবার ● ১২ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




আহবায়ক নাহিদ ইসলাম
আসছে মধ্যপন্থার নতুন রাজনৈতিক দল
সুজন দে....
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ১৫.০২.২০২৫ ৪:৩৫ পিএম  (ভিজিটর : ৬৮৩)
সদস্য সচিব হিসেবে আলোচনায় নাসির উদ্দিন পাঠোয়ারী, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহর নাম

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুনতের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল।  চলতি মাসের শেষ সপ্তাহে   আনুষ্ঠানিক ভাবে আত্নপ্রকাশ ঘটবে নতুন দলটির । জুলাই গণ-অভ্যুত্থানে অসিম সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেয়া নেতা নাহিদ ইসলাম হচ্ছেন নতুন রাজনৈতিক দলের আহবায়ক। বর্তমানে যিনি অর্ন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।  নতুন দলের নেতৃত্ব দেওয়ার জন্য আগামী কয়েক দিনের মধ্যেই তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। নতুন রাজনৈতিক দলটির  সদস্য  সচিব হিসেবে বেশ কয়েকজনের নাম জোরেসোড়ে শুনা যাচ্ছে। বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাঠোয়ারী, সদস্য সচিব   আখতার হোসেন, মুখপাত্র সারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহর নাম আলোচনায় রয়েছে সদস্য সচিব হিসেবে। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থাকছেন নতুন রাজনৈতিক দলটির কেন্দ্রীয় কমিটিতে। ধারনা করা হচ্ছে অন্তত দেড় শতাধিক ছাত্র ও তরুনদের নিয়ে গঠন করা হবে নতুন রাজনৈতিক দলের প্রথম কেন্দ্রীয় আহবায়ক কমিটি।  গত বছরের  ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন দল গঠনের গুঞ্জন শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে কমিটি গঠন করতে শুরু করে এবং জাতীয় নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তৃত করছে। মূলত এই ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলিয়ে নতুন দল তৈরি  হচ্ছে।  ইতিমধ্যে দল গঠনের প্রায় সকল কাজই সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  তবে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্য্যক্রমও অব্যাহত থাকবে। অর্থ্যাৎ এই দুইটি সংগঠন বিলুপ্ত হচ্ছে না।  এদিকে নতুন দলের দায়িত্ব নিতে কিছু দিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে।সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করবো। তথ্য উপদেষ্টা আরও বলেন, আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, মধ্যপন্থা অবলম্বন করেই  দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন রাজনৈতিক দলটি। এছাড়া ২৪-এর গণ-অভ্যুত্থানে আদর্শের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দলটি যাত্রা শুরু করবে।বাংলাদেশে বিদ্যামান পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে দলে নেতৃত্ব নির্ধারন করতে পারবেন দলটির নেতাকর্মীরা। 
এই ব্যাপারে  জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,  ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসছে, সেটি একটি মধ্যপন্থার দল হবে।  দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, তরুণদের মধ্যে যারা সিনিয়র, আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্বে দিয়েছেন, যারা রাজনীতি সম্পর্কে ভালো বোঝেন তাদের দলের গুরুত্বপূর্ণ পদপদবিতে রাখা হবে।  তিনি  আরো বলেন, তরুণদের নেতৃত্বেই রাজনৈতিক দল হবে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বছর পর একটি বড় রাজনৈতিক দল গঠনের সুযোগ সামনে এসেছে। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। সেভাবেই আমরা কাজ করছি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্র্বতীকালীন সরকার। এ অবস্থার মধ্যেই রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে গত সেপ্টম্বরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরপরই নতুন দল ঘিরে দেশের অভ্যন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 















আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]