২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। এই বিশ্বকাপে দর্শক ওসমর্থকদের মদ্যপান করতে দেওয়া হবে না ।
বৃহস্পহিবার (১৩ ফেব্রুয়ারি) ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ বলেন, এই টুর্নামেন্টদেখতে যারা সৌদি আরবে যাবেন, তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। বিশ্বকাপ চলাকালীন সৌদিআরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও মদ পান করা যাবে না।
অ্যালকোহল ছাড়াই দর্শক ও সমর্থকদের স্বাগত জানানো হবে কি না? তার উত্তরে খালিদ বিন বান্দার আল সৌদ বলেন, ‘সবারই নিজস্বসংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য আমরা নিজেদের সংস্কৃতিপাল্টাতে চাই না।
ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেছেন, এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যাবে না । এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। আপনার নিজ দেশে গিয়ে পান করতে পারেন কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই সৌদিআরবে ।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ চূড়ান্ত করতে সদস্যদেশগুলোকে ভোট দিতেবলেছিল ফিফা। সে ভোটে শুধু সৌদি আরবই প্রার্থী ছিল। তাই ২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের নামঘোষণা করেন ফিফা ।