ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
ই-পেপার বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি, অগ্নিসংযোগ
ফেনী জেলা সংবাদদাতা :
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৩ পিএম  (ভিজিটর : ১৯৩)

ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের চন্দন কুমার করের ঘরে শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

চন্দন কুমার করের স্ত্রী রুমা কর বলেন, ‘রাত আনুমানিক ২টার সময় ৪ থেকে ৫ জন লোক নিজেদেরকে পুলিশ পরিচয় আমাদের বাড়িতে আসে। আমাদের ঘরে আওয়ামী লীগ নেতা নুর নবী মিস্টার ও মিলন চন্দ্র কর আশ্রয় নিয়েছে দাবি করে তাঁরা দরজা খুলতে বলে। আমরা থানায় ফোন করার কথা বললে- ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।’

রুমা কর আরও বলেন, ‘ওই সময় জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি বাড়ির মধ্যের পরিত্যক্ত ঘরও খড়ের স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আমরা ঘরের দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে আলমারির চাবি দিতে বলে। 
আমরা চাবি দিতে প্রথমে অস্বীকৃতি জানালে ডাকাত দলের লোকজন আমাদের এলোপাথাড়ি মারধর করে। চাবি না দিলে জবাই করার হুমকি দেয়। একপর্যায়ে আমরা দুটি আলমারির চাবি দিয়ে দিলে তারা আলমারিতে থাকা নগদ ২৭ হাজার টাকা ও প্রায় দুই ভরি ওজনের গহনা দিয়ে যায়। একটি আলমারির চাবি খুঁজে না পেলে তারা সেটি ভেঙে ফেলে।’

রুমা কর জানান, ডাকাতের হামলায় তিনি, তাঁর ছেলে সুমন চন্দ্র কর ও ছেলের স্ত্রী স্মৃতি কর আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, আমি খবর পেয়ে রাতেই  ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়াও  অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহামান ও যৌথ বাহিনীর সদস্যরা সহ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত  ভুক্তভোগীদের কাছ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]