ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
ই-পেপার বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জেরে পুুকুরে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা:
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৭ পিএম  (ভিজিটর : ৮৬)

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে প্রতিপক্ষ। উপজেলার শ্রীপুর ইউনিয়নের দেওখাঁড় গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী তাসলিমা বেগম বাদি হয়ে প্রতিপক্ষ একই গ্রামের হাফেজ মিয়া ও মোঃ শাহজাহানের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে তাসলিমা বেগমের পরিবারের সাথে হাফেজ মিয়া ও মোঃ শাহজাহানের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে হাফেজ মিয়া বিভিন্নস্থানে অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। শুক্রবার ভোরে তাসলিমা বেগম ফজরের নামাজের ওযু করতে পুকুরে গেলে মাছ মরে ভেসে থাকতে দেখেন। 

একপর্যায় হাফেজ ও শাহজাহানসহ কয়েকজনকে পুকুরে মাছ ধরতে দেখা যায়। তারা রাতে পুকুরের ভিতরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ নিয়ে আইনের আশ্রয় নিলে তাসলিমা বেগমসহ পরিবারের লোকজনকে প্রাননাশের হুমকি ধমকি প্রদান করে হাফেজ ও শাহজাহান গং।  

শনিবার সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা জানায়, হাফেজ ও শাহজাহানের সাথে তাসলিমা বেগমের পরিবারের পূর্ব বিরোধ চলছে। তবে কে বা কারা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলেছে। মাছগুলো রান্নার পর গন্ধের কারণে খাওয়া যাচ্ছে না। 

শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। তবে মাছ মারার বিষয়টি মাত্র শুনেছি’। 
চৌদ্দগ্রাম থানার এএসআই নিমাই চন্দ্র নাথ বলেন, ‘ভুক্তভোগীরা মাছ মারার বিষয়ে আজকে একটি অভিযোগ দিয়েছে। সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]