ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
ই-পেপার বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হাবিপ্রবির ভেটেরিনারি হাসপাতালে
হাবিপ্রবি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৭ এএম  (ভিজিটর : ৮০৭)

পর্যাপ্ত জনবল এবং আধুনিক চিকিৎসা সামগ্রীর অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছে না দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালে।

কম্পিউটার অপারেটর, প্রশাসনিক কর্মকর্তা, স্টোর কিপার, পরিচ্ছন্নতাকর্মী পদে জনবল নেই হাসপাতালটি তে। ফলে বেশিরভাগ কাজ সামলাতে হচ্ছে হাসপাতালটির দায়িত্বশীলদের কয়েকজনকে। পর্যাপ্ত জনবলের অভাবে দ্রুত সময়ের মধ্যে সার্জারি সহ অন্যান্য চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয়না এখানে।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের ক্রয় কমিটির সদস্য সচিব ডা. মো. হান্নান আলী জানান, পর্যাপ্ত জনবল না থাকলে কাজে ব্যাঘাত ঘটে। তবু লোকবল সংকটের পরেও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এখানকার চিকিৎসকেরা। 

তিনি আরো জানান, জেলা-উপজেলা ভেটেরিনারি হাসপাতাল থেকে জটিল সমস্যার চিকিৎসায় এখানে রেফার্ড করা হয়। অথচ এখানে আধুনিক ওটি কিংবা ডায়াগনস্টিক ল্যাব নেই। একইসাথে বিশ্ববিদ্যালয় থেকে কিছু ওষধ সরবরাহ করা হলেও বেশিরভাগ ওষুধই বাইরে থেকে সংগ্রহ করতে হয় রোগীর মালিককে। 

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী জুবাইর আল ফুয়াদ বলেন, "হাসপাতালে উপযুক্ত ইন্সট্রুমেন্ট সংকট রয়েছে। শিক্ষার্থীরা কিট বক্স অনেক দেরীতে পাওয়ায় প্র্যাকটিস করতে পারেনা। এছাড়াও ওটি তে লাইটিং সমস্যা ও পর্যাপ্ত ফ্যাসিলিটিস নেই এবং এক্স-রে মেশিন পুরোপুরি কার্যকর নয়।"

এ বিষয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন-উর-রশীদ বলেন, " জনবল নিয়োগের জন্য আমরা একটি প্রস্তাবনা প্রস্তুত করেছি। বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করবো। একইসাথে প্রজেক্টের মাধ্যমে হাসপাতালটির আধুনিকায়ন করার চেষ্টাও করে যাচ্ছি।"

উল্লেখ্য, প্রাণীর কৃত্রিম প্রজনন, ভ্যাক্সিনেশন সহ প্রায় সকল প্রকার চিকিৎসা দেওয়া হয় এ হাসপাতালটিতে। ২০২৪ সালে দুইটি আউটডোর ক্যাম্পেইন সহ এ হাসপাতাল থেকে দেড় হাজারের অধিক পশু-পাখির চিকিৎসা প্রদান করা হয়। এবছর জানুয়ারি মাসে ৭৩ টি প্রাণীকে চিকিৎসা সেবা দিয়েছে ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিকিৎসকেরা।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]