ফেনীর দাগনভূঞা উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আল আমিন ব্রিকস ও মদিনা ব্রিকস কে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (০৫ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শহিদুল আলম এ জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দাগনভুইয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শহিদুল আলমের নেতৃত্বে দাগনভূঞা উপজেলার আল-আমিন ব্রিক ফিল্ড ও মেসার্স মদিনা ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় এ সময় ইটভাটা আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে আল আমিন ব্রিক ও মদিনা ব্রিক কে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তের পরিচালক মো: তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, দাগনভূঞা থানার পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মুছাম্মৎ শওকত আরা কলি বলেন জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।