ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সাপাহার সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী নাগরিক আটক
সাপাহার (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৩ পিএম  (ভিজিটর : ১৪০)

নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৪২) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হয়েছেন বলে জানা গেছে । মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু আনতে গেলে তিনি ধরা পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা সিরাজুল ইসলাম ও তার সঙ্গীদের পিছু ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও তিনি আটক হন।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান অসুস্থ থাকায় বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে পারেননি। তিনি সংশ্লিষ্ট আদাতলা বিওপি ক্যাম্পের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। 

সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন জানান, তার স্বামীর সঙ্গে থাকা অন্যরা ফিরে এসে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘আমার স্বামী আটক হওয়ার পর থেকে আমি দিশেহারা হয়ে পড়েছি। সংসারে বাবা-মা কেউ নেই, আমি একা পড়ে গেছি। এখন কী করবো বুঝতে পারছি না।’’

স্থানীয়রা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com