ফটিকছড়িতে অগ্নিকান্ড ১২টি দোকান পুড়ে ছাই
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা:
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৯ পিএম (ভিজিটর : ৪৩)
ফটিকছড়ির অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে গেছে। ৫ ফেব্রুয়ারী সকাল ৭ টার দিকে ভূজপুর কাজীরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মিষ্টির দোকান, হার্ডওয়্যারের দোকান, ভাতের হোটেলসহ ১২ টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন চৌধুরী বলেন, দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আমরা আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ১২ টি দোকান পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে প্রায় ২ কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন।