চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে তেমুহনী এলাকায় তেমুহনী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর জব্দ করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
অভিযানে সাতকানিয়া উপজেলা এনএসআই রাসেল শেখ, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।