প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৫ এএম (ভিজিটর : ৩৩৫)
গাজা উপত্যকা দখলের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরফিলিস্তিন রাষ্ট্রের অধিকারের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমান। তিনিবলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব সরকার ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ট্রাম্পের এক মন্তব্যে ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের কোনো দাবি নেই বলে ইঙ্গিত দেয়া হলে যুবরাজের বক্তব্যদিয়ে প্রতিবাদ জানায় সৌদিআরব।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুবরাজের বক্তব্য প্রকাশ করা হয়,ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান ‘পরিষ্কার ও স্পষ্ট’ যা কোনো অবস্থাতেই ভিন্ন ব্যাখ্যা দেবার সুযোগ নেই।
সৌদি আরব ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবেরঅবস্থান আপসহীন এবং এ নিয়ে কোনো সমঝোতা করবে না ।
উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি করানোরচেষ্টা করেছিল। তবে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরাইলের সামরিক আক্রমণের কারণে আরব বিশ্বসহসৌদিআরবে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।