ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বরিশালের হয়ে ফাইনাল খেলতে ঢাকায় এলেন নিশাম
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ১২০)

শেষ সময়ে বিদেশি ক্রিকেটার দলে আনার কৌশলটা খুব একটা কাজে দেয়নি রংপুর রাইডার্সের জন্য। বরং দলের কম্বিনেশন ভেঙে পড়ায় লজ্জাজনক এক পরাজয় দেখতে হয়েছে তাদের। তবে এরমাঝেও বিদেশি তারকাদের আগমন চলছে। যার সবশেষ সংযোজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। এক ম্যাচের জন্যই বিপিএলে আসছেন কিউই এক তারকা। সেটাও বিপিএলের ফাইনাল। ফরচুন বরিশালের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার এসএ ২০ থেকে সরাসরি ঢাকায় এসেছেন তিনি। তবে ঠিক কোন দলের হয়ে যোগ দেবেন তা নিয়ে ছিল অনিশ্চয়তা। শুরুতে খুলনা টাইগার্স নিয়ে গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায়, তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে। প্রথম কোয়ালিফায়ারে জিতে এরইমাঝে বরিশাল চলে গিয়েছে ফাইনালে। আজ ৫ ফেব্রুয়ারি খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যেকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৭ ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চলের দলটি। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে সাত ম্যাচে অংশ নিয়েছিলেন। ব্যাটিংয়ে ২৯১ রান করেছিলে ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইক রেটে। বোলিংয়ে তেমন প্রভাব রাখতে পারেননি। নিয়েছিলেন চার উইকেট। মিলনেকে পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয় বরিশালের। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন শারজাহ ওয়ারিয়র্জের হয়ে। দলের ভাগ্যের ওপর নির্ভর করবে তার বিপিএলে খেলতে আসা। এদিকে প্রথম কোয়ালিফায়ারে পাঁচ উইকেট পাওয়া মোহাম্মদ আলির ওপরে তারা ভরসা করতেই পারে ফাইনালে। এছাড়া কাইল মেয়ার্স তাদের একাদশে ফিরেছেন। গতবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। ফলে ফাইনালে চার বিদেশী খেলোয়াড় নির্বাচন নিয়ে নিশ্চিতভাবেই ভাবতে হবে অধিনায়ক তামিমকে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]