প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫০ পিএম (ভিজিটর : ১৬২)
ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আব্দুর রহিম সুজন (৪৩) ওহাফেজ মো. নুর উদ্দিন মাহবুব (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর ও পূর্ব চন্দ্রপুর এলাকা মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম সুজন দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর এলাকার নওয়াবজান মিয়া বাড়ির বাসিন্দা মৃত. আবদুল বারেকের ছেলে ও হাফেজ মো. নুর উদ্দিন মাহবুব একই উপজেলার পূর্ব চন্দ্রপুর এলাকার বাসিন্দা মৃত. বাহা উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী জানান এই ঘটনায় দাগনভূঞা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে।