প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৮ এএম (ভিজিটর : ৫০)
শুধুমাত্র পুলিশের দুর্ব্যবহারের জন্য ৩৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলের যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিস শহর। পুলিশের হাতে নিহত জর্জ ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের পর এক মহিলার দায়ের করা মামলা নিষ্পত্তি করতে ৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে শহর কর্তৃপক্ষ। সাবেক পুলিশ অফিসার ডেরেক চৌভিন জানুয়ারি ২০২০-এ তার মিনিভ্যান থেকে নারীটিকে টেনে বের করে তার হাঁটু দিয়ে তাকে মাটিতে চাপিয়ে ধরে রেখেছিলেনস। যেমন তিনি চার মাস পর জর্জ ফ্লয়েডকে হত্যা করার সময় করেছিলেন।
প্যাটি ডে যিনি পূর্বে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। গত মে মাসে দায়ের করা মামলায় অভিযোগ করেছিলেন যে তিনি অতিরিক্ত বল প্রয়োগ ও অন্যায় গ্রেপ্তারের শিকার হয়েছেন। তিনি স্বীকার করেন যে ১৭ জানুয়ারি ২০২০-এর সন্ধ্যায় তিনি মদ্যপ ছিলেন এবং তার চলমান তালাক ও অন্যান্য সমস্যার কারণে হতাশ অবস্থায় যখন অনেক ঘণ্টা তুষারের মাঝে আটকে গিয়েছিলেন।
সেই রাতে চৌভিন এবং তার সঙ্গী অফিসার এলেন জেনসেন অবশেষে ঘটনাস্থলে পৌঁছান। মামলায় অভিযোগ করা হয় যে, কর্মকর্তারা প্যাটি ডেকে তার যানবাহন থেকে 'জোরপূর্বক টেনে' বের করে। ফাঁকপাথে ফেলে দেন যার ফলে তাকে বিভিন্ন আঘাত লেগে যায়।
মামলায় আরো অভিযোগ করা হয়, চৌভিন তার চিরাচরিত ভঙ্গি গ্রহণ করতে তৎপর হয়ে হাতকড়ায় বাঁধা প্যাটির পিঠে তার হাঁটু চাপিয়ে দেন। যেমন তিনি পরে জর্জ ফ্লয়েডের প্রাণ নেভানোর সময় করেছিলেন। প্যাটিকে নিয়ন্ত্রণে আনার পরও এভাবেই অবস্থান নেন।
পরে আদালতের একজন বিচারক সিদ্ধান্ত নেন যে, কর্মকর্তাদের গ্রেপ্তারের যথেষ্ট সম্ভাব্য কারণ ছিল। রক্তের অ্যালকোহল পরীক্ষার প্রমাণে অবহেলা করা হয়।পরে মদ্যপান চালকের অভিযোগটি বাদ দেওয়া হয়।
মিনিয়াপলিস সিটি কাউন্সিল বৃহস্পতিবার একমত হয়ে ৬ লাখ ডলার ক্ষতিপূরণে মামলার নিষ্পত্তি অর্থ প্রদান মঞ্জুর করে। কাউন্সিল সদস্য লাট্রিশা ভেটাও তার সহকর্মীদের জানিয়েছেন যে, ১ লাখ ৭৫ হাজার ডলার প্যাটি ডেকে দেওয়া হবে।আর তার আইনজীবীরা পাবেন ৪ লাখ ২৫ হাজার ডলার।
এখন পর্যন্ত মিনিয়াপলিস শহর চৌভিনসহ জড়িত পুলিশের দুরাচরণ নিয়ে মামলা নিষ্পত্তি করতে ৩৬ মিলিয়নেরও বেশি অর্থ প্রদান করেছে। যার মধ্যে ২৭ মিলিয়ন জর্জ ফ্লয়েডের পরিবারের কাছে দেওয়া হয়েছে।
প্যাটি ডের আইনজীবী, কেটি বেনেট্ট এক বিবৃতিতে বলেন, 'যদিও কোনো নিষ্পত্তি প্যাটি যে কষ্ট ভোগ করেছেন তা প্রত্যাহার করতে পারে না। তবে আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে পেরে কৃতজ্ঞ, যা কর্মকর্তাদের তাদের কর্মের জন্য দায়ী করে। এই মামলা পুলিশিংয়ে ন্যায়বিচার ও সংস্কারের অতীব প্রয়োজনীয়তার আরেকটি উদাহরণ।
শ্বেতাঙ্গ চৌভিন বর্তমানে টেক্সাসের একটি ফেডারেল কারাগারে আটক আছেন। কারণ রাজ্য আদালতে জর্জ ফ্লয়েডকে হত্যার জন্য এবং ফেডারেল আদালতে ফ্লয়েডের নাগরিক অধিকার লঙ্ঘনের জন্য তিনি দোষী সাব্যস্ত হন। এই ঘটনায় ফ্লয়েড নামক একজন কালো ব্যক্তির হত্যায় জাতিগত অন্যায়ের বিরুদ্ধে জাতীয় স্তরে এক নতুন প্রেক্ষাপট উন্মোচিত হয়।