ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : নবীউল্লাহ নবী
ভোরের ডাক রিপোর্ট
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩২ পিএম  (ভিজিটর : ৬১)

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘দেশে স্বৈরাচারী সরকারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার অভীষ্ট লক্ষ্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব। বিগত ১৭ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা।

সে জন্য দেশে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের উচিত অচিরেই নির্বাচনের ব্যবস্থা করা। ’
মঙ্গলবার  রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর চন্দন কোঠা খেলার মাঠে যাত্রাবাড়ী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘ঢাকার পূর্বাঞ্চলের প্রবেশদ্বার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থেকে আন্দোলন না হলে এদেশের কোনো স্বৈরাচারীর পতন হয় না।

পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘণ্টাও বেজেছে এখান থেকে। গেল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা ও কদমতলী থানার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথ দখলে নিয়েছিলেন। তখন স্বৈরাচারের বন্দুকের নলকে উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল লাখো জনতা। দাবি ছিল একটাই, ফ্যাসিবাদের বিদায়।
ঢাকা-৫ আসনে বিএনপির বিপ্লবী নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এই পূর্বাঞ্চল থেকেই সরাসরি শেখ হাসিনার পতন ঘণ্টা বেজেছে। ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। স্বৈরাচার হাসিনার এই পতন ইতিহাসে বিরল। আন্দোলনে যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ, যাদের মধ্যে পঙ্গুত্ব বরণ করেছেন আড়াই হাজার নেতাকর্মী।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ. এ জহির উদ্দিন তুহিন ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।

এ সময় যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দিনার সঞ্চালনায় কর্মীসভায় জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]