ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ইবি শিক্ষার্থীদের বৃত্তি দিবে ছাত্রশিবির
ইবি সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩১ পিএম  (ভিজিটর : ৪১৩)


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। সংগঠনটির চতুর্থ দফা ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এটির আয়োজন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, এই কর্মসূচির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (স্নাতক) ছাত্র-ছাত্রীদের এক বছরে প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। 

এতে আবেদনকারীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে। অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন। অভিভাবকের বাৎসরিক আয় ২,৪০,০০০ টাকার কম হতে হবে। অসত্য তথ্যের সন্নিবেশ কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং নবীন শিক্ষার্থীদের সিজিপিএ এর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদনপত্র পূরণ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের শিক্ষাবৃত্তি চালু ছিল। তবে এবছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নিয়েছি। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। যে কোনো ধর্মের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষার্থী যোগ্য হলে অবশ্যই সে শিক্ষাবৃত্তির আওতায় আসবে ইনশাআল্লাহ। এটি অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে একটি ক্ষুদ্র প্রয়াস।

উল্লেখ্য, শিক্ষাবৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে গুগল ফর্মে আবেদন জমা দেওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]