ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ছবিতে ভেসে উঠলো রাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের দৃশ্য
রাবিপ্রবি সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৩:২৫ পিএম  (ভিজিটর : ১৫৭)

দীর্ঘ দশ বছর পরে দৃশ্যমান হলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবনের (মাস্টার প্ল্যান) চিত্র। আজ বৃহস্পতিবার অস্থায়ী প্রশাসনিক ভবন (১) এর পাশে ব্যানারে প্রদর্শিত হয় স্থায়ী ভবনের চিত্র। তবে উন্মুক্ত এই প্রদর্শনের বিষয়ে অতীতেই পরিকল্পনা করেছিলেন নবাগত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান ।

এর আগে নবাগত উপাচার্য যোগদানের পর পরই গত ১৬ই জানুয়ারি ২০২৫ তারিখে মাস্টার প্ল্যান রিভিউ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভা শেষেই উপাচার্য মাস্টার প্ল্যান অনুযায়ী প্রস্তাবিত ৪ টি ভবনের জায়গা পরিদর্শন করেছিলেন। ব্যানারে দৃশ্যমান ছবিতেও ৪টি স্থায়ী ভবনের দৃশ্য প্রকাশ করা হয়েছে। এর মাঝে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছা্ত্র হল, ছাত্রী হল।  

উপাচার্যের স্থান পরিদর্শনের ঠিক ১৪ দিনের মাথায় স্থায়ী ভবনের প্রদর্শিত ছবি দেখে আপ্লুত সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ক্যাম্পাসের মাস্টার প্ল্যানের ছবি দেখে ১ম বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফা জাহান মুমু বলেন, “আমাদের আগামীর  ক্যাম্পাসের ছবি দেখে আমি খুবই আনন্দিত।আমি থাকাকালীন সময়ে দেখে যেতে পারবো কিনা জানি না। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে উদ্যোগ অন্তত নেওয়া হয়েছে। আশা করা যায় এইবার অন্তত সকল সমস্যার সমাধান হবে”।

অন্যদিকে ৩য় বর্ষের সিএসই বিভাগের  শিক্ষার্থী এম,আকতারুজ্জামান অপু বলেন, "আমরা ভর্তি হওয়ার পর থেকেই শুনে আসছিলাম এরকম ভবন হবে। কিন্তু এই প্রথম দৃশ্যমান কিছু দেখে আমরা আশাবাদী যে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন শুরু হয়েছে। আশা করি নতুন উপাচার্য স্যার আমাদের হতাশ না করে দ্রুত ভবনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করবেন"।

সব শঙ্কা আর সমস্যা দূর করে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হলেই রাবিপ্রবি তার দীর্ঘ ১০ বছরের পিছিয়ে পরার ইতিহাস থেকে খুব দ্রুত বের হতে পারবে বলে আশাবাদী সাধারণ শিক্ষার্থীরা।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]