প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৪:৫৮ পিএম (ভিজিটর : ৯২)
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেট, ঢাকা-কক্সবাজার, ময়মনসিংহ - চট্টগ্রাম, লোকাল এবং মালবাহী ট্রেন এই স্টেশন হয়ে চলাচল করে।
একমাসে মধ্যে চারবার রেললাইনের সিগন্যাল পয়েন্টের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
সম্প্রতি বেশ কয়েকবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল তার কেটে নিয়ে যায়। স্টেশনের আউটারের পূর্ব ও পশ্চিম অংশে এ ঘটনা ঘটছে। দুর্ভোগ পোহাতে হয় ট্রেনের যাত্রীদের।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, ঘনঘন এমন ঘটনা ঘটায় আমাদের জন্য সমস্যা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম বা কক্সবাজার অভিমুখী ডাইরেক্ট ট্রেনও থামাতে হচ্ছে। আমরা ম্যানুয়ালি সিগন্যাল ব্যবস্থায় ট্রেনগুলো চালিয়েছি।
তিনি বলেন, মধ্যরাতে কোনো এক সময় সিগন্যাল তার কেটে নিয়ে যায়। তখন আমরা সিগন্যাল দিতে পারি না। কারা এ তার নিচ্ছে তাও বলতে পারছি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অবস্থিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সুব্রত বিশ্বাস বলেন, সিগন্যাল পয়েন্টের তার চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন আমরা এনিয়ে কাজ করছি।