ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




আমতলীতে অগ্নিকান্ডে ১৬ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি
আমতলী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ২:৫৭ পিএম  (ভিজিটর : ৫০১)

বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আমতলী উপজেলার খেকুয়ানি বাজারে এ ঘটনা ঘটে। ভষ্মীভূত দোকানে মধ্যে ফার্মেসি, মুদি, সেলুন, চা এবং স্টেশনারি ও কম্পিউটারের দোকান ছিল।

স্থানীয়রা জানান, রাত ২ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে দুইদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৬টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামীম জানান, রাত সাড়ে বারটার দিকে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এরপর রাত দুইটার দিকে স্থানীয়দের ডাক চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। তখন দেখি - পাশের দোকানে আগুন জ্বলছে দাউদাউ করে। পরে আমরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। ততক্ষণে ১৮ টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নূর আলম বলেন, আমার মুদি মনোহরীর দোকান ছিল। প্রায় ১৫ লাখ টাকার আমার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে পথে বসে গেছি।

এ বিষয়ে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। খেকুয়ানী বাজারের ঝুঁকিপূর্ণ সেতুর জন্য আমাদের সমস্যা পড়তে হয়। এখানে ১৬টি দোকান ভষ্মিভূত হয়েছে। আর ৭ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]