ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মতলবের মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্পে
সময়মতো পানি না পাওয়ায় হুমকির মুখে বোরো চাষ
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১২:২২ পিএম  (ভিজিটর : ১৭৫)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সময়মতো সেচ প্রকল্পের সেচের পানি না সময়মতো না পাওয়ায় হুমকির মুখে ১০ হাজার হেক্টর জমির বোরো চাষ হুমকির মুখে পড়েছে। 

দেশের দ্বিতীয় বৃহত্তর সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা। উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১৭ হাজার ৫৮৪ হেক্টর জমি নিয়ে অধিক কৃষি পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ১৯৭৯-৮০ অর্থ বছরে এই সেচ প্রকল্প নির্মাণ শুরু হয় এবং ১৯৮৭-৮৮ অর্থ বছরে। সেচ ও নিষ্কাশন সুবিধার মাধ্যমে ধান উৎপাদনের লক্ষ্য নিয়ে এই সেচ প্রকল্পটি। সেচ সুবিধার মাধ্যমে বোরো ধান উৎপাদনই ছিল মূল লক্ষ্য। কিন্তু বোরো মৌসুমের শুরুতে কখনোই সেচ সুবিধা না পাওয়ায় অধিকাংশ মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বীজতলা করার উপযুক্ত সময়। ১৫ ডিসেম্বর থেকে জমিতে বোরো ধানের চারা রোপন করতে হয়। ধানের চারার বয়স ২১ দিন থেকে ৪০ দিনের মধ্যে জমিতে রোপন করতে হবে। ৪০ দিনের বেশী চারার বয়স হলে উৎপাদন কমতে থাকবে।  

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, মতলব উত্তর উপজেলায় এবার বোরো চাষের জমির পরিমান  ৯ হাজার ৯শ ৮৪হেক্টর। কৃষকরা সেই পরিমান বীজতলা তৈরি করছে। অথচ নির্ধারিত সময় পার হয়ে গেলেও পানি পায়নি।

সরেজমিনে দেখা যায়, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ক্যানেলের বিভিন্ন যায়গায় এখনো ব্লক নির্মাণ কাজ ও আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। সেচ প্রকল্প এলাকার আমিয়াপুর, দেওয়ানজীকান্দিসহ কয়েকটি এলাকায় সেচ ক্যানেলে বাঁধ দিয়ে চলছে কালভার্ট নির্মাণের কাজ।

কৃষকরা জানান, পানি কবে দিবে তা আমরা জানিনা। আমাদের বীজতলার ধানের চারা গুলো বড় হয়ে যাচ্ছে। তাছাড়া খাল ও বিলের পানিও শুকিয়ে গেছে।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবহারকারী ফেডারেশনের সভাপতি ফয়েজ আহম্মেদ চৌধুরী (শাহীন) জানান, সেচ প্রকল্পের ক্যানেলের মেরামত কাজ চলছে। নির্বাহী প্রকৌশলীও বদলি হয়ে গেছে। অনেক জায়গায় সরিষার আবাদ হয়েছে, এ কারনে পানি দিতে একটু দেরি হচ্ছে। নতুন নির্বাহী প্রকৌশলী যোগদান করেছে। নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে খুব দ্রুত ক্যানেলে পানি ছাড়ার ব্যবস্থা করব। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, সঠিক সময়ে সেচ ক্যানালে পানি দিতে না পারলে বোরো মৌসুমের লক্ষ্য মাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যেই তারা সেচ প্রকল্পের পানি সেচের উদ্বোধন করা হবে। 
এ বিষয়ে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]