প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১১:২৬ এএম (ভিজিটর : ৬৬)
ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ তাইজুল নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর কাকরাইলে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান তিনি।
নিহতের সহকর্মী দেলোয়ার হোসেন জানান, সকালে কাকরাইলের আঞ্জুমান জেড টাওয়ারে রং করার সময় অসাবধানতাবশত তিন তলা থেকে নিচে পড়ে যান তাইজুল। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রমনা থানা পুলিশকে জানানো হয়েছে।