ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৭ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




আজ প্রতিবেদন জমা দেবে সংবিধান সংস্কার কমিশন; দুয়ার খুলছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের
সুজন দে
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৬:২৭ এএম আপডেট: ১৫.০১.২০২৫ ৬:৩০ পিএম  (ভিজিটর : ১০১)
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের দুয়ার খুলতে পারে। সেই সংসদে উচ্চ  কক্ষ ও নিন্ম কক্ষ মিলিয়ে মোট সংসদ সদস্য হতে পারেন ৫০৫ জন। সরাসরি নির্বাচনের মধ্য মাধ্যমে  নির্বাচিত হবে ৪০০ জন।  তারা বসবেন নিন্ম কক্ষে । আর উচ্চ কক্ষে  বসবেন ১০৫ জন সংসদ সদস্য। যাদের মধ্যে ১০০ জন হবে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুকুলে। আর বাকি ৫ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন রাষ্ট্রপতি। নিন্মকক্ষের ৪০০  জন সংসদ সদস্যের মধ্যে ১০০ জন থাকবে নারী সংসদ সদস্য। তবে তাদেরকেও এবার প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এই ধরণের প্রস্তাবনায় তুলে ধরছেন সংবিধান সংস্কার কমিশন। আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা জমা দেবেন। 
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের প্রধান রাজণৈতিক দল বিএনপি অনেক আগে থেকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবির পক্ষে সোচ্চার রয়েছে।  বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের কাছে  যে প্রস্তাবনা দেয়া হয়েছিলো সেখানেও দলটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছিল। দলটির মতে, এই ব্যবস্থার মাধ্যমে বিদ্যমান সংসদীয় কাঠামোর পাশাপাশি বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনা সম্ভব হবে। প্রস্তাবিত দ্বিকক্ষ আইনসভায় দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং প্রশাসনিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যাবে। ফলে ক্ষমতার অপব্যবহার কমাতে এবং জাতীয় ঐক্য বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি একটি ভাষণে বলেছিলেন, দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী, গুণী শিক্ষক, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী রয়েছেন।  তাঁদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও উচ্চকক্ষসহ দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। 
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও  জাতীয় নাগরিক কমিটিও চায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ।  তাদের  পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের কাছে  ৬৯ দফা লিখিত প্রস্তাব দেয়া হয়েছিলো ,সেই প্রস্তাবে ছিলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবী।  সংগঠন দুইটির মতে, ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে আগের ‘সংবিধান বাতিল হয়ে গেছে । ফলে নতুন করে সংবিধান প্রণয়নের প্রস্তাব তাদের, যার মাধ্যমে হবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ। এ ছাড়া নতুন সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী একই সঙ্গে দলের প্রধান ও সংসদ নেতাও হতে পারবে না বলে তারা প্রস্তাব দিয়েছেন। 
 জানা গেছে, সংবিধান সংস্কার কমিশন  দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও ক্ষমতার ভারসাম্যের সুপারিশ করবে। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০টি। আর নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। সেক্ষেত্রে নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের এই দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি। এ ছাড়া সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায়, সে জন্য ক্ষমতার ভারসাম্য আনতে আরও কিছু সুপারিশ করবে এই কমিশন। এর বাইরে, জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বনিম্ন বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করারও সুপারিশ করা হবে। 
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে একই মাসে দায়িত্ব গ্রহণের পর দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং জনমালিকানা, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিত করার জন্য ১৫টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্র্বতী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুদকের সংস্কারের জন্য প্রথম ছয়টি কমিশন ৩ অক্টোবর গঠিত হয়। প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল তাদের। পরে বিচার বিভাগ সংস্কার কমিশনের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত এবং বাকি পাঁচটি কমিশনের সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]