ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মশক নিধনে নতুন কীটনাশক নির্ধারণের উদ্যোগ দক্ষিণ সিটির
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:১১ পিএম  (ভিজিটর : ৯৫)

বিগত মেয়রের সময়কার কীটনাশক বাতিল করে নতুন কীটনাশক নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এবিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি মশক নিধনে কীটনাশক নির্ধারণে কাজ করবে।

 ডিএসসিসি  সূত্রে এ তথ্য জানা গেছে।  এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা একটি দপ্তর আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা জানান, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২৫-২০২৬ অর্থবছরের কীটনাশক প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে।

দক্ষিণ সিটি সূত্রে জানা গেছে, গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ডিএসসিসির প্রশাসককে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে। 

এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালি বেগম, ঢাবি মেডিকেল এন্টোমলোজিস্ট ড. তানজীম আক্তার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। একই সঙ্গে দপ্তর আদেশ জারি করে আগের কমিটি বাতিল করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, বিগত ২০১৯ সালের ১৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের সভাপতিত্বে গঠিত কীটনাশক নির্বাচনে আগের কমিটি বাতিল করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]