ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মাদারগঞ্জে বিএনপি নেতার বাড়ীতে চোরাই গরু জবাই, আটক-২
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৫:১১ পিএম  (ভিজিটর : ১৮৭)
জামালপুরের মাদারগঞ্জে চুরাই গরু জবাই করে খেচুড়ি রান্না বিএনপি নেতা মুক্তা চৌধুরীর বাড়ীতে। এ ঘটনায় শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এস আই ওয়াজিউর রহমান ও কনস্টেবল কমল দা, দুই পুলিশ সদস্য সহ ৩ জন আহত এবং একই সাথে  ২ জন কে আটক করেছে পুলিশ। 

মামলার এজহার সূত্রে জানা গেছে  উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের খামার মাগুরা এলাকার এফাজ মন্ডল তার গোয়াল ঘরে গিয়ে দেখে দরজা খোলা ও একটি  গরু নেই।  কয়েকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির এক পর্যায়ে মুক্তি চৌধুরীর বাড়ীর সামনে অনেক লোকজন দেখাইয়া আগাইয়া যায় গিয়ে দেখি জবাই করা গরুর চামড়া ঐ টা আমার গরুর চামড়া ।  থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে ২ জন কে আটক করে পুলিশ এবং অন্যান্যরা পালিয়ে যায়।  আটককৃত আসামী বাড়ীর কেয়ার টেকার কয়ড়া দক্ষিণ পাড়ার সুমন (৪০) ও বজলু প্রামাণিক (৪৫)। তাদেরকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় গরুর মালিক এফাজ মন্ডল বাদী হয়ে উপরোক্ত ২ জনসহ ৩ নং আসামী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক  মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮) সহ  ১২ জন নামীয় এবং অজ্ঞাত ৭/৮ জন এজহার দায়ের করে।  

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান সাঈদ জানান গতকাল রাতে আমাদের কাছে সংবাদ আসে যে জনৈক্য এফাজ মন্ডলের   গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে যার মুল্য ৯০ হাজার টাকা।  তারা খুঁজাখুঁজির এক পর্যায়ে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জন কে গ্রেফতার করে এবং  চামড়া  সিছ করে নিয়ে আসে।  এফাজ মন্ডল বাদী হয়ে  ১২ জনের বিরুদ্ধে এজহার দায়ের করে, ৭/৮ জন অজ্ঞাত এবং ২ জন কে আটক করা হয়েছে, গ্রেফতার অভিযান চলছে আশা করি অচিরেই বাকীরা  গ্রেফতার হবে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]