ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




পূর্বধলায় খামারীর ৫টি গরু চুরি
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৫:০৩ পিএম  (ভিজিটর : ৪৩২)

নেত্রকোনার পূর্বধলায় গত রাতে খামারীর তিনটি ষাড় গরু ও দুটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শরিফ আহমেদ এর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল তাঁর গোয়াল ঘরের শিকল কেটে তিনটি ষাড় গরু ও দুটি গাভী গরু নিয়ে যায়। 

মালিকের ছোট ভাই শিমুল আহমেদ জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালে থাকা ৭টি গরু বেঁধে দরজায় তালা দিয়ে ঘুমাতে যান। শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের শিকল কাটা। পরে ঘোয়ালে প্রবেশ করে দেখেন ২টি গরু বাঁধা বাকি ৫টি গরু নেই। গরু চুরির বিষয়টি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি যাওয়া ৫টি গরুর মূল্য আনুমানিক ৪ লাখ টাকা হবে বলে জানান। 

এবিষয়ে স্থানীয়দের ধারনা চোরেরা গরুগুলি চুরি করে রাস্তার উপরে গাড়ী রেখে উঠিয়ে নিয়ে যায়। উপজেলায় বর্তমানে গরুচুরি বেড়ে গেছে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এমন দূর্ধষ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চোর আতংক বিরাজ করছে, তারা চুরি রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান,গরু চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]