প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৪:০১ পিএম (ভিজিটর : ৮২)
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম বলেছেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ থেকে বৈষম্যের রাজনীতি চিরতরে অবসান হবে। বিমোচন হবে ধনী-গরীবের বৈষম্য। আর গণতন্ত্রকে কেউ কুক্ষিগত করে রাখতে পারবে না। ৩১ দফার আলোকে বাংলাদেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার বিকালে রাজধানীর পশ্চিম দোলাইপাড় স্বাধীনতা সড়কে ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পশ্চিম "কথা শুনতে চাই" এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাবেশে সাইফুল ইসলাম বলেন, সংষ্কারে গঠিত কমিশনগুলো তাদের সুপারিশমালা প্রকাশ করা শুরু করেছে। আমরা আবারো বলছি, সংষ্কার কোন নতুন ইমারত নির্মাণের মত শিল্পকর্ম নয় যে নকশা অনুযায়ী তৈরি করলেই কাজ শেষ। এটা একটা চলমান বহুমাত্রিক প্রক্রিয়া যেখানে জনমত, সময়ের চাহিদা, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক বাস্তবতা, ভূ-রাজনৈতিক সমীকরণ, বাস্তবায়ন সক্ষমতা, আইনি প্রক্রিয়া ইত্যাদি বিষয় জড়িত থাকে। সংষ্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করলে জনমনে সন্দেহের উদ্রেক হবে। জনগণ কতটা সংষ্কার চায় সেটা জানার একমাত্র উপায় হলো নির্বাচন। জনরায় ব্যতীত কয়েকজন ব্যক্তি মিলে প্রকৃত সংষ্কারের স্বরুপ ঠিক করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, “আমাদেরকে আরও কঠিন পথ পারি দিতে হবে। আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে। কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের সকলের বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও সংগ্রাম ও প্রয়োজনে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা-সেই প্রত্যাশা এখনো পর্যন্ত পূরণ হয়নি; অনেক ঘাটতি রয়ে গেছে বলেও মন্তব্য করেনএই বিএনপি নেতা।
শ্যামপুর থানা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসির আহমেদ মোল্লা, সাবেক সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৪৭ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, ৫১ নং ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শুভ শিকদার, শ্যামপুর থানার বিএনপি নেতা সালাউদ্দিন রতন, সানাউল্লাহ সানু, ৫১ নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহবায়ক মফিকুল ইসলাম বাবু, সমাজ সেবক ডা. মাশুকুর রহমান, সাইদুল ইসলাম, আকরাম হোসেন জামিল প্রমুখ।